Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কর্মকান্ড

            সাম্প্রতিক কর্মকান্ড

নীলফামারী সদর উপজেলায় সাম্প্রতিক সময়ে যে সকল কর্মকান্ড সম্পাদন করা হয়েছে তা নিম্নরুপঃ-

১। অভ্যন্তরীণ খাদ্যশষ্য সংগ্রহের লক্ষ্যে অত্র উপজেলার সকল চালকল সমূহ সার্ভে করে পূনরায় মিলের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা নির্ধারণ করা হয়েছে।

২। যে সকল চালকলের অবকাঠামো অকেজো, নষ্ট, বিদ্যুৎ সংযোগ নেই, মিলিং/ফুড গ্রেইন লাইসেন্স নেই সে-সকল মিল সমূহকে সংগ্রহ কার্যক্রম থেকে বারিত রাখা হয়েছে।

৩। চালকল সমূহ মিলের স্থাপনা মেরামত, লাইসেন্স ইস্যু, বিদ্যুৎ সংযোগ সাপেক্ষ্যে মিলকে পুনরায় সংগ্রহের আওতায় আনা হচ্ছে।

৪। খুচরা খাদশস্য ব্যবসায়ীগণকে খাদ্যশস্য লাইসেন্স গ্রহণে উদ্বুদ্ধকরণসহ লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

৫। অভ্যন্তরীণ খাদ্যশস্য যথা গম ও ধান প্রকৃত কৃষকের নিকট হতে ক্রয়ের লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়নে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে।

৬। অধিক কৃষকের নিকট হতে ধান/গম ক্রয়ের লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বাদ দিয়ে নতুন কৃষক নির্বাচন করা হচ্ছে।

৭। কৃষক যাতে খাদ্যশস্যের ন্যায্য মূল্য পায় সেজন্য ধান/গম ক্রয়ের পর এর মূল্য কৃষকের ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়।

৮। অবৈধ মজুত রোধকল্পে নিয়মিত নীলফামারী সদর উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজার সমূহ, চালকল, খুচরা ও পাইকারী ব্যবসায়ীর গুদামঘর ও আড়ৎতারদের দোকান পরিদর্শন করা হয় এবং লাইসেন্সবিহীন ব্যবসায়ীদেরকে লাইসেন্সএর আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।