Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

       ২০২৭ সালের মধ্যে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৬০০০ মেঃ টন হতে ৭০০০ মেঃ টনে উন্নীতকরণ। অব্যাহত প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিকরণ। প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরি করে তাদের কাছ থেকে ধান ও গম ক্রয় করা। ধান ও গম ক্রমে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকের বিনির্দেশ সম্মত ধান/গম তৈরিতে সহায়তা করা। হাস্কিং মিলগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়নকরণ। ভাল চাল উৎপাদনকারী হাস্কিং/অটো মিলারদের Incentive প্রদান।

       সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন অন্তর্ভূক্ত করে নিম্ন আয়ের জনগণের জন্য নিয়মিত কর্মসূচীতে স্বল্পমূল্যে খাদ্যশস্য  বিতরণ ও সময়োপযোগীকরণ এবং পুষ্টি চাল বিতরণের মাধ্যমে অপুষ্টি দূর করে পুষ্টি সমৃদ্ধ জাতি গড়ে তোলা। 

 

  এ-ছা-ড়া-ও 

১। খাদ্যশস্যের নিরাপত্তা মজুত এবং কৃষকদের প্রণোদনা মূল্য প্রদান;

২। দরিদ্র জনসাধারণের জন্য (বিশেষ করে মহিলা ও শিশুদের) খাদ্যের প্রাপ্যতা সহজলভ্যকরণ;

৩। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন;

৪। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ;

৫। খাদ্যশস্যের (চাল ও গম) মূল্য স্থিতিশীল রাখা;

৬। পুষ্টি সমৃদ্ধ জাতি গড়ে তোলা;

৭। দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন;

৮। দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;

৯। তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ;

১০। কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন;

১১। কর্ম পরিবেশ উন্নয়ন;

১২। আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং

১৩। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি।