Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা অফিস

এক নজরে

        গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি দপ্তর। অত্র দপ্তরের আওতায় অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য (সিদ্ধ চাল, আতপ চাল, গম ও ধান) সংগ্রহ করা হয়। অত্র দপ্তরের অধীনে নীলফামারী সদর এলএসডি নামে একটি স্থানীয় সংরক্ষণাগার রয়েছে। যার দুটি ইউনিটে বিভক্ত। উক্ত এলএসডি’র ধারণ ক্ষমতা ৫৫০০.০০০ মেঃ টন। এর একটি ইউনিট পুরাতন রেল ষ্টেশন সংলগ্ন এবং অপর একটি ইউনিট মানিকের মোড়, ওয়াপদা অফিস সংলগ্ন।

 

         অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহের জন্য অত্র উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে লাইসেন্সধারী হাস্কিং মিল ও অটোমেটিক রাইস মিল রয়েছে। লাইসেন্সধারী চালকল মালিকের নিকট হতে সিদ্ধ চাল ও আতপ চাল এবং স্থানীয় প্রকৃত গম/ধান ‍উৎপাদনকারী কৃষকের নিকট হতে গম/ধান সংগ্রহ করা হয়। সংগৃহীত খাদ্যমশস্যের মূল্য কৃষকের নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। মিলার এবং কৃষকের নিকট হতে ক্রয়কৃত খাদ্যশস্য নীলফামারী সদর এলএসডিতে সংরক্ষণ ও মজুত করা হয়।

 

         এলএসডিতে মজুতকৃত খাদ্যশস্য সরকারী নির্দেশনা মোতাবেক বিভিন্ন বিতরণ খাত যেমন, সামরিক/আধা সামরিক বাহিনীর রেশন, ভিজিডি, ভিজিএফ, কাবিখা, টিআর, জিআর, সুলভ মূল্য (হতদরিদ্র ভোক্তা), ওএমএস ইত্যাদি খাতে বিলি বিতরণ করা হয়।